ওয়েব ডেক্স : ‘আল্লাহর ইচ্ছে। আমরা শুধু দামেস্কি পৌঁছায়নি। জেরুসালেম আমাদের জন্য অপেক্ষা করছে।’ এমনই বিস্ময়কর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সিরিয়ার স্বাধীনতা ফিরিয়ে আনার নেপথ্যে নায়ক আবু মহম্মদ আল জোলানি। তিনি সাফ জানিয়েছেন, দামেস্কের পর জেরুসালেম। তার মানে কি সিরিয়ার স্বৈর শাসককে দেশ ছাড়া করার পর সশস্ত্র এইচটিএসের লক্ষ্য বেঞ্জামিন নেতানিয়াহু? ইজরায়েলের উপর আঘাত হানতে চলেছে তারা?
আরও পড়ুন : স্নানের সময়ও মাথায় রাজমুকুট থাকত অসীন! মায়ের না-জানা কথা ফাঁস করলেন চার্লস
সদ্য এইচটিএস নেতা আবু আল জোলানির একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। যদিও বার্তার তারিখ স্পষ্ট নয়। দেখা যায়, আলজোলানি তাঁর সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছেন, যোদ্ধা হয়ে ওঠার শুরুটা এত সহজ ছিল না। শুরুতে দল গঠনের সময় তাঁর কাছে মাত্র ষাটটি আগ্নেয়াস্ত্র ছিল। তবে আল্লাহ তাঁকে পথ দেখিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন এই যুদ্ধ করার জন্য মস্তিষ্ককে ব্যবহার করতে হবে। শুণ্ডি মুসলমানদের জন্য নিজের জান লড়িয়ে দেবে আল জোলানি। কঠিন সময়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তাহলেই আল্লাহ সঙ্গ দেবে। কোরানে তেমনই লেখা রয়েছে। তিনি আরও বলেন, শুণ্ডি মুসলমানদের সুরক্ষা দেওয়ার পর এইচটিএস বাহিনীর পরবর্তী লক্ষ্য হবে প্যালেস্টাইনকে ইজরায়েলের হাত থেকে রক্ষা পায়।
দেখুন আরও খবর :