কলকাতা: গ্লিটারি ক্লাসিক মুডে ‘গাঙ্গুবাঈ’। গোল্ডেন ড্রেসে গ্ল্যাম গার্ল আলিয়া। আলিয়ার ছবি দেখে চোখ সরাতে পারবেন না। ইন্ডিয়ান ওয়্যার হোক বা ওয়েস্টার্ন, আলিয়া ভাটের ফ্যাশন সেন্স বরাবরই মুগ্ধ করেছে দর্শককে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে, ম্যাজেন্ডা সিমারী মিডিড্রেসে পোজ দিয়েছেন ‘গাঙ্গুবাঈ’। ফুলস্লিভ স্পিল্টেট ড্রেসে আলিয়ার বডি কার্ভস স্পষ্ট। সঙ্গে হাইহিল। অসামান্য কন্ট্রাস্ট তৈরি করেছে ঠোঁটের হালকা ন্যুড লিপস্টিক৷ অভিনেত্রীর ক্লাসিক সাজে ভক্তদের চোখ ফেরানোই দায়। আলিয়ার ছবি দেখে ভালোবাসায় ভরিয়েছে অনুরাগীরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন