বরাবর নিজের নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্টের জন্য চর্চার কেন্দ্রে থাকেন জনপ্রিয় বলি নায়িকা আলিয়া ভাট (Alia Bhatt)। কখনও ব্যক্তিগত জীবন, রণবীরের সঙ্গে সম্পর্ক, কখনও মেয়ে রাহা, কখনও আবার নিজের অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী। সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘জিগরা’। বক্স অফিসে রীতিমতো সাড়া জাগিয়েছে এই ফিল্ম। তারপরই ফের নজরকাড়া লুকে ক্যামেরায় ধরা দিলেন আলিয়া।
আরও পড়ুন : ত্রিকোণ প্রেমে জড়িয়ে ভুল করেছিলাম, স্বীকারোক্তি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার
এদিন ছিল রাজ কাপুরের ১০০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে কাপুর বাড়ি সেজে উঠেছে আনন্দের আবহে। বলা ভালো কাপুর পরিবারের অন্দরে এই মুহূর্তে রিইউনিয়ন কাম মেটগালা। পরিবারের সদস্যরা ধরা দিলেন নজরকাড়া লুকে। আলিয়াও ব্যতিক্রম নন। রেট্রো লুকে ধরা দিলেন তিনিও।
বিশেষ দিনটির জন্য সাদা রঙকেই বেছেছিলেন অভিনেত্রী। আলিয়ার শাড়িতে ছিল ফ্লোরাল প্রিন্টের ছোঁয়া। ল্যাভেন্ডার ও পিঙ্ক রঙের বর্ডার নয়া মাত্রা দিয়েছিল লুকে। আলিয়া সাদা শাড়ির সঙ্গে পরার জন্য মুক্তের গয়নাকেই টিম আপ করেছিলেন। বরাবরের মতো মিনিমাল ও ন্যাচেরাল লুকেই রেখেছিলেন মেকআপ। অনুষ্ঠানের ফটোশ্যুটের একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। গোলাপ হাতে আলিয়ার ছবি ঘুম উড়েছে ভক্তদের।
দেখুন আরও খবর :