কলকাতা: প্যারিস ফ্যাশন উইকের (Paris Fashion Week) অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়ালেন ঐশ্বর্য-আলিয়া। প্যারিস ফ্যাশন ইউকে ডেবিউ করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। বি-টাউনের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। বিউটি ব্র্যান্ড ‘ল’রিয়াল প্যারিস’-এর প্রতিনিধি হিসেবে মঞ্চে হাঁটালেন আলিয়া ভাট। মেটালিক সিলভার বাস্টিয়ারের সঙ্গে কালো অফ-শোল্ডার জাম্পস্যুট পরে ব়্যাম্পে হাঁটলেন অভিনেত্রী। সঙ্গে মানানসই হালকা মেকআপ। গোলাপী লিপস্টিক,’ওয়েট হেয়ার লুক’ নজর কাড়ল। আলিয়া এখন নিজের আগামী ছবির জন্য তৈরি হচ্ছেন। তাঁর আগামী ছবি ‘জিগরা’। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আলিয়া এই ছবির শ্যুটিং শেষের ঘোষণা করেন।
Alia Bhatt at L’Oréal Paris fashion week 📸 pic.twitter.com/NW3RA5n41R
— Alia’s nation (@Aliasnation) September 23, 2024
আরও পড়ুন: ‘শাস্ত্রী’ ট্রেলার প্রকাশ্যে
শুধু আলিয়া নয় ঐশ্বরও (Aishwarya Rai Bachchan) লুক নজর কাড়ল সকলের। ঐশ্বর্য ঢিলেঢালা সাটিনের লাল গাউন এবং গাঢ় লাল লিপস্টিক পরে চমক দিয়েছেন। তাঁর লম্বা ট্রেলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ এতে ল’রিয়ালের ট্যাগলাইন ‘উই আর ওয়ার্থ’ লেখা ছিল। র্যাম্পে তিনি দর্শকদের নমস্কার জানিয়ে অভিবাদন জানান। ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নানা কথা উঠেছে। বিশেষ করে ঐশ্বর্যর হাতে বিয়ে আংটি না কি দেখা যাচ্ছিল না। সেই নিয়ে তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও গাঢ় হয়েছে। প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা নস্যাৎ করে দিলেন বচ্চন পরিবারের বধূ। আবারও তাঁর হাতে দেখা গেল অভিষেকের পরানো আংটি।
Aishwarya Rai Bachchan has been named to replace the current director of L’Oréal Paris Fashion Week 2024! She is the one who truly reigns supreme in doing it, and no one else does it like her. Once again, we are in awe of her elegance, confidence, and timeless beauty.… pic.twitter.com/MytJDrGoEa
— D.shahrin ahmed (@ahmedshahrin) September 24, 2024
অন্য খবর দেখুন