ওয়েব ডেস্ক : লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লার হাতে থাকা অস্ত্রসম্ভার প্যালেস্টাইনের হামাসের তুলনায় অনেক বেশি শক্তিশালী। সোভিয়েত ইউনিয়ন এবং তার উত্তরসূরি রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে তাদের কাছে। অস্ত্রসম্ভারে উন্নত প্রযুক্তির গাইডেড ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেটও রয়েছে। এসব অস্ত্রের সাহায্যে হিজবুল্লা তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
ইজরায়েলকে চ্যালেঞ্জ ছুঁড়ল হিজবুল্লা!
হিজবুল্লার অস্ত্রাগারে রয়েছে রুশ তৈরি পুরনো রকেট কাতুসা ও এডি ৪০, যেগুলি অনেকটা আধুনিকীকরণ করা হয়েছে। ১০৭ এবং ১২২ মিলিমিটার মাল্টি ব্যারেল রকেটের সংস্করণগুলি তাদের কাছে আছে। এসব রকেটের পাল্লা ১১ থেকে ৫২ কিলোমিটার পর্যন্ত, যা ইতিমধ্যেই ইজরায়েলি ভূখণ্ডে ব্যবহার করা হয়েছে। এ ধরনের রকেটের ব্যবহারে হিজবুল্লা ইতিমধ্যেই ইজরায়েলকে চ্যালেঞ্জ জানিয়েছে।
এছাড়া, হিজবুল্লার কাছে রয়েছে আরও শক্তিশালী রকেট এবং ক্ষেপণাস্ত্র। সোভিয়েত আমলের বিএম-২১ উরগানসহ ৩৫ কিলোমিটার পাল্লার রকেট এবং ৭০০ কিলোমিটার পাল্লার স্কাড ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত বিপজ্জনক, এবং ইযরায়েলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জের বিষয় হতে পারে।
আরও খবর: ট্রাম্প ফিরতেই ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা!
হিজবুল্লার অস্ত্রাগারে আরও রয়েছে চীনের তৈরি টাইপ ৬৩ মাল্টি ব্যারেল রকেট এবং ইরানি প্রযুক্তির ফজর-১ রকেট, যার পাল্লা ৯ কিলোমিটার। এই রকেট ইতিমধ্যেই ইজরায়েলের বিভিন্ন অঞ্চলে আছড়ে পড়েছে। এছাড়া, ইরানে তৈরি ‘ফলঘ’, ‘খাইবার’, ‘শাহিন’ এবং ‘নজেয়ত’ এর মতো বিভিন্ন পাল্লার রকেটও হিজবুল্লার কাছে রয়েছে। এ অস্ত্রগুলো ইজরায়েলকে মারাত্মক আঘাত হানতে সক্ষম।
তবে, সবচেয়ে বিপজ্জনক অস্ত্রটি হতে পারে ২০০ কিলোমিটার পাল্লার গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফতে-১১০’। এই অস্ত্রটি ইজরায়েলের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, কারণ এটি অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং দূরপাল্লায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
এত শক্তিশালী অস্ত্রসম্ভার নিয়ে হিজবুল্লা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাদের সঙ্গে লড়াই করা ইজরায়েলি সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, বিশেষত যদি উত্তরের সীমান্তে পূর্ণ যুদ্ধ শুরু হয়।
দেখুন আরও খবর: