ঢাকা: শুক্রবার বিকেল তিনটেয় ঢাকায় (Dhaka) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি (BNP)। শাসকদল আওয়ামি লিগ সমাবেশ ডেকেছিল বঙ্গবন্ধু অ্যাভেনিউতে। দফায় দফায় সংঘর্ষ ও হিংসার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ (Prohibited) করা হল। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া)ফারুক হোসেন একথা জানান। বলা হয়েছে, শুক্রবার দুপুর থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে ঢাকায় আজ আরও তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা পুলিশ সূত্রে খবর, বড় ধরনের হিংসা ও প্রাণহানির আশঙ্কাতেই জমায়েতে রাশ টানার চেষ্টা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারও হিংসা ঠেকাতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে। সরকারের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হলেও আন্দোলনকারী পড়ুয়ারা তা খারিজ করে দিয়েছে। গত তিন দিনে সংরক্ষণ বিরোধী পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারই সংরক্ষণ বিরোধীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। আন্দোলনকারী পড়ুয়াদের উপর শাসকদলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: বোলপুর-ইলামবাজার রাস্তা অবরোধ করলেন আদিবাসীরা
আরও খবর দেখুন