কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের পর বুধবার প্রথম প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে তাঁরা কী বার্তা দেবেন সেদিকে নজর সবার। এর আগে ২১ জুলাই এক মঞ্চে হাজির ছিলেন মমতা ও অভিষেক। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর সমাবেশ হয় মেয়ো রোডে।
তবে বুধবার ওই সভা হতে চলেছে রাজনৈতিক সংঘাতের আবহে। কারণ ওই দিন নবান্ন অভিযানের প্রেক্ষিতে পুলিশের ভূমিকার কথা বলে বাংলা বনধ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধ ডাকা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের সন্ত্রাসের প্রতিবাদে এই বনধ। রাজনৈতিক মহলের মতে, বিজেপি বনধ সফল করতে রাস্তায় নামবে। তৃণমূল জানিয়েছে, ওই দিন কোনও বনধ হবে না। ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ উপলক্ষে জেলা থেকে অনেকেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। বুধবার তাঁরা সমাবেশে যোগ দেবেন। ফলে পরিস্থিতি কী দাঁড়ায় সেদিকে নজর থাকবে সবার।
আরও পড়ুন: ওবিসি মামলায় সোমবার শুনানি সুপ্রিম কোর্টে
আরও খবর দেখুন