কলকাতা: ভাঙড়ে নিজের জমিতে নির্মাণ করতে গিয়ে তোলাবাজি কবলে এক ব্যক্তি। হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ ওই ব্যক্তি। আদালতের নির্দেশ, আজই অভিযোগের প্রেক্ষিতে পোলেরহাট থানায় টাকা চাওয়া ব্যক্তি আরিফের নামে এফআইআর (FIR) দায়ের করতে হবে এবং যে প্রভাবশালী নাম উঠে আসছে তাঁর বিরুদ্ধে তদন্ত করতে হবে।
মামলাকারী চাইলে বিনা খরচে তিনজন কনস্টেবল মোতায়েন করবে পুলিশ। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এই ধরনের তোলাবাজি মেনে নেওয়া যায় না। যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, এরপর হলে জনস্বার্থ কারণে প্রধান বিচারপতি কাছে ফাইল পাঠিয়ে দেব।
আরও পড়ুন: বীরভূমেও বাধার মুখে রাহুল, শেষে যাত্রা ঢুকল ঝাড়খণ্ডে
প্রসঙ্গত, ভাঙড়ে এক ব্যক্তিকে কাজ বন্ধের নোটিস দেয় স্থানীয় বেঁওতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। পরে আরিফ নামে পঞ্চায়েতের এক কর্মী 8 লক্ষ টাকা দাবি করে সমস্যা সমাধানের জন্যে। পরে পুলিশি সাহায্য না পেয়ে আদালতে মামলা করেন মামলাকরি। এরপরই আজ এউআইআরের নির্দেশ দেয় আদালত।
দেখুন আরও অন্যান্য খবর: