বহরমপুর: সুদের পাওনা টাকা নিয়ে গন্ডগোল বহরমপুরে (Berhampore)। তাতেই জড়িয়ে গেল তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) নাম। ব্যবসায়ীর স্ত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বহরমপুরের কাশিমবাজার পালপাড়ায় রাহুল রায়চৌধুরী নামে এক যুবককে পাঁচ হাজার পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের অভিযোগ। ওই যুবককে মারধরের খবর শুনে বহরমপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বাবন রায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে গেলে গন্ডগোল শুরু হয়ে যায়। অভিযোগ,ওই তৃণমূল কাউন্সিলর সুদ ব্যবসায়ীর স্ত্রীকে হেনস্তা করেন। বহরমপুরে কাশিমবাজারের পালপাড়ার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুদ ব্যবসায়িক স্ত্রীর অভিযোগ, ধারের টাকা চাইতে গেলে তাঁর স্বামীকে বেঁধে রেখে মারধর করা হয় । বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়, এবং গলার সোনার হার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
যদিও ওই তৃণমূল কাউন্সিলরের দাবি, এক যুবক সুদে টাকা নিয়েছিল। পুজোর জন্য সেই টাকা দিতে পারেনি। সেই কারণে সেই যুবককে মারধর করছিল ওই মহিলার স্বামী। তাকে বাঁচাতে গেলে তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদ ব্যবসায়ীর স্ত্রী।
আরও পড়ুন: প্রভাব খাটিয়ে গৃহবধূকে ধর্ষণ! কাকদ্বীপ থেকে গ্রেফতার বিজেপির যুব নেতা
দেখুন অন্য খবর: