কোচবিহার: বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের রুদ্রমূর্তি দেখলেন কোচবিহারবাসী। দলের এক কর্মীকে তিনি একের পর এক সপাটে চড় (Shout BJP Worker ) মারেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও কলকাতা টিভি ডিজিটাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। শনিবার অনন্ত মহারাজ (BJP MP Ananta Maharaj) চড় মারার কথা কার্যত স্বীকারও করে নেন।
ঘটনা শুক্রবার রাতের। ঘটনাস্থল মেখলিগঞ্জের কুচলিবাড়ি। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ বিজেপি সাংসদ সীমান্ত পরিদর্শনে যান। ওই কর্মসূচির পর দলের এক কর্মীর বাড়িতে সাংসদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই বাড়িতে যাওয়ার রাস্তাটি ছিল খুব সংকীর্ণ। সেখানে সাংসদের গাড়ি ঢুকছিল না। তাতেই মেজাজ হারান বিজেপি সাংসদ। যে কর্মী মহারাজের যাত্রাসূচি চূড়ান্ত করেছেন, তাঁকে জোর ধমক দেন তিনি। এক সময় ওই যুবককে সমানে চড় মারতে দেখা যায় সাংসদকে। সেই ছবি ভিডিওতে ধরা পড়ে। সেই যুবক পরে সাংসদের পা ধরে ক্ষমাও চান।
আরও পড়ুন: হাসপাতালে কর্মী নিয়োগ নিয়ে তুমুল বিক্ষোভ
ভিডিও ভাইরাল হয় শনিবার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ বলেন, প্রোটোকলের সঙ্গে তো আপস করা যায় না। ওকে কিছু কাজ দেওয়া হয়েছিল। সেই কাজ সে করেনি। তাকে বোঝানো হয়েছিল। পরে ফিজিক্যালি বোঝালাম। যে রাস্তায় গাড়ি ঢোকানো হয়েছিল, সেখান থেকে গাড়ি ব্যাক করা যাচ্ছিল না। আমাকে কোনও একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হল। এটাও তো ঠিক নয়। তাই শাসন করেছি। এদিন সেই যুবক সাংবাদিকদের সামনে হাজির হন। সাংসদ বলেন, ও আমাদেরই লোক। তবে এই ঘটনা সম্পর্কে জেলা বিজেপির অন্য নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
আরও অন্য খবর দেখুন