আসানসোল: বিজেপি কাউন্সিলরের (BJP councillor) বিরুদ্ধে প্রতিবন্ধি যুবককে মারধর করার অভিযোগ উঠল। কুলটি এলাকার এক প্রতিবন্ধি যুবককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি কাউন্সিলারের বিরুদ্ধে। কুলটি থানায় অভিযোগ দায়ের করেন যুবক।
সূত্রের খবর, লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামে এক যুবক তাঁদের তিনদিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে বিষয়টি স্থানীয় কাউন্সিলার লালন মেহেরাকে জানান। এরপর রবিবার প্রেম দাস নামে ওই যুবককে মারধর করার অভিযোগ উঠে কাউন্সিলার লালন মেহেরা সহ তার দলবলের বিরুদ্ধে। ওই প্রতিবন্ধী যুবক কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা। তিনি বলেন, প্রচুর বৃষ্টির কারনে একটা বিসিসিএল এর বোড়ো সেড রয়েছে। সেই সেডটা বিদ্যুতের তারের উপর পড়েছে। তাই কারেন্ট ছিল না। ওই যুবক আমাকে গালিগালাজ করে। গুলি করার হুমকি দেয় বলে কাউন্সিলর জানিয়েছেন।
আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা হাসপাতাল চত্বরে
এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারে। শুনেছি অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করবে।
অন্য খবর দেখুন