বর্ধমান: বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ চোখে। গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে (Durgapur Sub Divisional Hospital)।
দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার সূত্রপাত পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে বিজেপির একটি কর্মসূচি ছিল। যেখানে দুঃস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল। অভিযোগ, আচমকা বাইকে চেপে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে। এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে। লোহার রড দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বাঁ চোখে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাত্ত অবস্থায় প্রথম লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজ সকালে নিয়ে আসা হয়। চোখের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায়। পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি।
আরও পড়ুন: মহিলাকে শ্লীলতাহানি গ্রামীণ চিকিৎসকের
আরও খবর দেখুন