পূর্ব বর্ধমান: এক তৃণমূল (TMC Worker) কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীর নাম স্বপন মল্লিক। তিনি গলসি ১ নং ব্লকের মনোহরসুজাপুর গ্রামের বাসিন্দা। ইদের আগে এমন ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে গলসি পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন বিকালে মোটর বাইকে নিজের স্ত্রীকে নিয়ে শিড়রাই গ্রামে এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। সন্ধার পর সেখান থেকে থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ওই সময় পোতনা গ্রামের কাছে বেশ কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকে তাঁকে বেধড়ক মারধর করে ধান জমিতে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনা জেরে গুরুতর জখম হন তিনি। স্থানীয়দের অনুমান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই ঘটনা ঘটেছে।
উল্লেখ্য কয়েকমাস পূর্বে, মনোহর সুজাপুর গ্রামে তৃণমূল কর্মী ইমদাদুল মল্লিককে ওরফে তারাকে মারধরের অভিযোগ উঠেছিল। ওই মারধরের ঘটনার স্বপন অভিযুক্ত ছিল। সেই ঘটনার বদলা নিতেই ওই মারধরের ঘটনা বলে অনুমান করছেন অনেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ক্যালেন্ডার বিলি করে ফের বিতর্কে দিলীপ ঘোষ
আরও খবর দেখুন