রাজারহাট: সালিশি সভার নামে এক যুবককে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। রাজারহাটের (Rajarhat) ভাটেন্ডা বাসিন্দা গৌতম সরকার। শুক্রবার তাঁর বাবার অন্তোষ্টি ক্রিয়া ছিল। শনিবারে বাইক বাহিনী এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাঁকে এলাকা থেকে তুলে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে মারধর করা হয়। অভিযোগ রক্তিম কর ও তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও ওই অভিযুক্ত নেতার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারী বিজেপির সমর্থক।
আরও পড়ুন: ছাত্রকে মায়ের সম্পর্কে অশ্লীল কথা লেখানোর অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে
আক্রান্ত গৌতম সরকারের অভিযোগ, শনিবার রাতে তাঁর বাড়িতে এক দল লোক আসে। সালিশি সভার নাম করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় রাজারহাট-বিষ্ণুপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। জানা গিয়েছে, গৌতম সরকার বেসরকারি লোন প্রদানকারী সংস্থায় কর্মরত। বকেয়া পাওনা টাকা না দেওয়ার অভিযোগ বিষ্ণুপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম কর ও তার দল বলের বিরুদ্ধে । অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রক্তিম কর হচ্ছে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো। মনে করা হচ্ছে রক্তিম করের কাছে বকেয়া পাওনা টাকা চাইতেই গৌতম সরকারকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। এমনকি মোবাইলের সমস্ত ডাটা ফরওয়ার্ড করে দেওয়ার অভিযোগ। ঘটনায় আক্রান্ত ওই যুবক অভিযোগ দায়ের করেছেন বিধানগর থানায়।
অন্য খবর দেখুন