আরামবাগ: দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল পঞ্চায়েত সমিতির দুই সদস্য। দুর্নীতির অভিযোগে কর্মাধ্যক্ষের স্থায়ী সমিতি থেকে আট জন সদস্য পদত্যাগপত্র জমা দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত খানাকুল ১ নম্বর পঞ্চায়েত (Khanakul Panchayat) সমিতির বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামির আলি ও শেখ নাজিমউদ্দিনের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগ তুলে দুই দফতরের স্থায়ী সমিতি থেকে পদত্যাগ চেয়ে লিখিত জমা দিলেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে।
এদিন এই দুই কর্মাধ্যক্ষের স্থায়ী সমিতির সদস্যরা জানান, এই পদে বহাল দুই কর্মাধ্যক্ষই তাদের কোন প্রাধান্য দেয়নি বলে অভিযোগ তোলেন। কোন কাজের কথাও জানানো হয় না তাদের। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ তথা তৃণমূল নেতা নইমুল হক ওরফে রাঙার কথা মতোই এরা দীর্ঘদিন ধরে এই স্থায়ী সমিতির সদস্যদের বঞ্চিত রেখেছিলেন বলে অভিযোগ অন্যান্য সদস্যদের। এই কারণেই এদিন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন তারা।
অন্যদিকে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, প্রশাসনিক গত ভাবে আরও ভালো ভাবে কাজ করতে হবে। কোন গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা জানান, নিজেদের দোষ ঢাকতে তারা এসব করে বেড়াচ্ছে। অবশ্যই দল সঠিক সিদ্ধান্ত নেবে। এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি।
অন্য খবর দেখুন