কালনা: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। নদীয়া জেলার গাংনাপুর থানার গোপিনগর এলাকার ঘটনা। বুলবুলি বিশ্বাস নামে নদীয়ার এক গৃহবধূর অভিযোগ, পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছে ধাপে ধাপে ৩২ লক্ষ টাকার প্রতারণা করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। ওই গৃহবধূ জানান, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তাঁর পরিচয় হয় কালনা থানার সিভিক ভলান্টিয়ার কাউসার শেখের সঙ্গে। তারপরই কলেজে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় তাঁকে। দিন দিন গৃহবধুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে কাউসার শেখ। পরবর্তীতে আরও একাধিক বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে বলে অভিযোগ। এমনকি ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে টাকার নিয়ে একাধিক ভুয়ো জয়েনিং লেটার দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
আরও পড়ুন: ‘কার কখন গুলি লেগে যাবে তা কেউ বলতে পারবে না’, কসবা কাণ্ডে খোঁচা দিলীপের
বর্তমানে ওই গৃহবধূর উপর এলাকার বাসিন্দারা চাপ সৃষ্টি করে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন তিনি। যেহেতু গৃহবধুর পরিচয় নিয়েই কাউসার শেখ ওই এলাকায় এসেছিল, তাই তাঁর উপরেই চাপ তৈরি করছেন এলাকাবাসী। কোনও উপায় না দেখেই ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গেলে নাকি তাঁর বাবা নিজেকে খুনি আসামী পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে ওই গৃহবধূকে। বর্তমানে কোনও উপায় না দেখে তিনি পূর্ব বর্ধমানের একাধিক পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন এবং লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনার সঙ্গে রেজাউল ইসলাম মোল্লা (রানা) নামে আরও একজনের নাম উঠে আসছে। এখন দেখার, প্রশাসন কতটা দ্রুততার সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
দেখুন আরও খবর: