কলকাতা: আরজি করের আবহে রাজ্যের নানা প্রান্তে লাগাতার উঠছে নারী নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার মুচিশায় স্কুলের মধ্যেই বেশ কয়েকজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। কলকাতা টিভি প্রথম সম্প্রচার করে সেই খবর, খবর সম্প্রচারের পর সাসপেন্ড করা হল অভিযুক্ত শিক্ষককে।
আরও পড়ুন: বহরমপুরে আগুনে পুড়ে মৃত্যু ৪ জনের
বজবজ (Budge Budge) ২ নম্বর ব্লকের মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার স্কুলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ডায়মন্ডহারবার (Diamond Harbor) জেলা পুলিশ সুপার সহ পুলিশ বাহিনী। এরপরই অভিযুক্ত শিক্ষককে আটক করে হয়। ঘটনার খবর সম্প্রচার হওয়ার পরেই তৎপর হয় প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান বিষয়টি নিয়ে সকালে জানতে পারেন। তারপর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। এরপরই সাংসদের নির্দেশে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়।
অন্য খবর দেখুন