রানাঘাট: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির (Junior Doctor’s Protest on RG Kar ) মধ্যেই ফের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যার অভিযোগ। সূত্রের খবর রানাঘাটে (Ranaghat) আইসমালির ২৩ বছরের যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ কর্ম বিরতির জেরেই এবং চিকিৎসায় গাফিলতি জেরে এই মৃত্যু বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার জ্বর নিয়েই নদিয়ার আইসমালির বাসিন্দা, নন্দবিশ্বাসকে ভর্তি করানো হয়েছিল আরজি কর হাসপাতালে। মৃত যুবকের পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনও পরিষেবা দেওয়া হয় নি। সকাল থেকে অবস্থার অবনতি ঘটে, বিনা চিকিৎসায় পড়ে থাকার পর অবশেষে মৃত্যু হয় বছর ২৩ এর নন্দর।
আরও পড়ুন:পুজোর আগেই লেডিস স্পেশাল বাস
রানাঘাটের বাসিন্দা নন্দ পেশায় নির্মাণ শ্রমিক। দুবাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। মৃতের ভাই জানান দুবাই থেকে তিনমাস হল সে দেশে ফিরেছে। এর মধ্যেই জ্বরে আক্রান্ত হন নন্দ। তখন আমরা বনগাঁর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর সুসিথ হয়ে বাড়ি আসে। মাঝে ফের অবস্থার অবনতি হওয়ায় আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতের বাবার অভিযোগ, ছেলেকে ৪ দিন আগে ভর্তি করানো হয়েছিল আরজি কর হাসপাতালে। বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়েছিল। মেলেনি রোগী পরিষেবা। নন্দর বাবা বলেন, কোনও চিকিৎসা হয়নি বলে আমার ছেলেটা আজ মারা গেল। তাঁর আরও অভিযোগ, ‘ডাক্তার আমাকে বলছেন, ঝামেলার জায়গায় কেন এনেছেন? আমি বললাম, তাহলে আপনারা ভর্তি নিলেন কেন? অন্য জায়গায় নিয়ে যেতাম।
দেখুন ভিডিও