বজবজ: মধ্যরাতে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনার কথা যাতে জানাজানি না হয়, সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ নাবালিকাকে। ঘটনাটি ঘটে বজবজ (Budge Budge) পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল নস্কর পাড়া এলাকায়। অভিযোগ শনিবার রাতে বাড়িতে বাবা মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল নাবালিকা। হঠাৎই ভোর ৩ টে নাগাদ নাবালিকার মা প্রতিবেশীদের ডাকাডাকি করে বলে অজ্ঞাত পরিচয় কোন এক ব্যক্তি ওই নাবালিকাকে মুখ চেপে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে বলা হয়, বিস্ফোরক দাবি প্রফেসরের
বেশ কিছুক্ষণ পর নাবালিকা একাই চলে আসে বাড়ি। বাড়িতে এসে কান্নাকাটি করে নাবালিকা। এরপরই জানাজানি হয় সমস্ত ঘটনা। চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ ওই নাবালিকা যাতে ঘটনার কথা কাউকে না জানায় সেই কারণে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। গোটা ঘটনায় বজবজ থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্য খবর দেখুন