কোচবিহার: এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে। কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ মহকুমা এলাকার ঘটনা। জানা গিয়েছে, অভিযুক্ত দীপক শীল তার বাড়িতে পাড়ার একটি মেয়েকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছিল প্রায় দুমাস আগে। গত ৬ তারিখ বিষয়টি পরিবারের সামনে আসে। তারা এরপর মেখলগিঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে। আরজি কর আবহে এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। ওই অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে ধরনায় বসার কথা জানিয়েছে তৃণমূল। দীপকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)