পাথরপ্রতিমা: নদীর চরের ম্যানগ্রোভ কেটে জায়গা দখলের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। এবার নদীর চরের ম্যানগ্রোভ কেটে ফিসারি তৈরি করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পূর্ণ চন্দ্রপুর শ্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকায়।
বিক্ষোভকারীদের সূত্রে জানা যায়, কালনাগেনি নদীর একটি খাল তারানগর এলাকা দিয়ে বয়ে গিয়েছে। দু’ধারে নদীর চরে প্রাকৃতিক আপন নিয়মে জন্মানো এবং সরকারি প্রকল্পে ম্যানগ্রোভ লাগানোর ফলে ঘন জঙ্গলে সবুজায়নে ভরে উঠেছে নদীর চর। যেখানে এখনও পর্যন্ত জোয়ার ভাটা খেলে। হঠাৎ লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাতের অন্ধকারে বড় বড় ম্যানগ্রোভ কেটে ফেলে ফিশারি করার জন্য মাটির বাঁধ তৈরি করা শুরু হয়। এলাকার মানুষজন বাধা দিলে তাঁদের উপর নানা রকম হুমকির অভিযোগ ওঠে শাসকদলের বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে।
আরও পড়ুন: বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়ায় ইডির তল্লাশি অভিযান
এই বিষয়ে এলাকার মানুষজন ঢোলাহাট থানায় খবর দিলে প্রশাসন এসে মাটিকাটা বন্ধ করে বলে জানা যায়। এলাকাবাসী এসডিও, বিডিও, বনদফতর এবং বিএলআরও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে নানা রকম হুমকি আসার কারণে তারানগর কালনাগিনী নদীর চরে দাঁড়িয়ে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ দেখান।
এ বিষয়ে পঞ্চায়েত সদস্য বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে প্রকৃত কার জায়গা তাঁর জানা নেই। গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগের কথা স্বীকার করে নেন। তবে তিনি উভয়পক্ষের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে। প্রশ্ন উঠছে, ম্যানগ্রোভ ভর্তি নদীর চর কীভাবে মালিকের কাছ থেকে কিনে রেকর্ড করা যায়।
দেখুন আরও অন্যান্য খবর: