হায়দ্রাবাদ: শুক্রবার দুপুরে গ্রেফতার হয়েছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পুস্পা২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে প্রচন্ড ভিড়ে পদপৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় আজ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ার পর আদালতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনলেন। এদিন আদালতে অল্লু বলেন, গ্রেফতারের সময় নাকি পুলিশ তাঁর বেডরুমে ঢুকে পড়েছিলেন। অভিনেতার অভিযোগ, “গ্রেফতার করার সময় পুলিশের তরফে আমাকে কোনওরকম সম্মান দেওয়া হয়নি। আমি পোশাক পরিবর্তনের জন্য সময় চেয়েছিলাম এবং একজন কাউকে আমার সঙ্গে উপরে পাঠানোর জন্য পুলিশকে অনুরোধ করেছিলাম। আপনাদের আমাকে গ্রেফতার করা ভুল নয়, কিন্তু এভাবে বেডরুমে ঢুকে হেনস্থা বিষয়টা অতিরিক্ত। এটা ঠিক হয়নি।” যদিও এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা সবসময় অভিনেতার অনুরোধের প্রতি সম্মান দেখিয়েছেন। তবে অল্লু অর্জুন পুলিশের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
আরও পড়ুন: প্রাক্তন বিধায়কের ভারতীয় নাগরিকত্ব বাতিল করল আদালত!
গত ৪ ডিসেম্বর ভক্তদের ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য আচমকা হায়দ্রাবাদের সান্ধ্যা থিয়েটারে হাজির হন অল্লু। এদিকে ‘পুস্পা২: দ্য রুল’ ছবির উত্তেজনা এমনিতেই ছিল ভক্তদের মধ্যে। সেই কারণে সেখানে ব্যপক ভিড় জমে যায়। সেই ভিড়ের মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামের এই মধ্যবয়ষ্কা মহিলার। এই ঘটনায় পুলিশ অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতেই আজকে গ্রেফতার হন অভিনেতা। গ্রেফতারের সময়ের ভিডিওতে দেখা যায়, অভিনেতাকে পুলিশ জুবিলি হিলসের বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। সেখান থেকে তাকে চিকাডপল্লি থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে নিয়ম অনুযায়ী তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
দেখুন আরও খবর: