কলকাতা: দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান। ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত ছবিটি দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ ট্রেলার মুক্তির পর থেকেই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা বেড়েছিল। বৃহস্পতিবার পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: কিউট ক্যাজুয়াল লুকে রাশা
আল্লু অর্জুন (Allu Arjuns) এবং রশ্মিকা মান্দান্নার (Rashmika Mandanna) ফিল্ম পুষ্প 2 (Pushpa 2): দ্য রুল বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। ছবি মুক্তির দিনই পৌঁছিয়ে গিয়েছিল ৩০০ কোটির দরজায়। গোটা দেশ জু়ড়ে এখন পুষ্পা রাজ। ভারত সহ গোটা বিশ্বে ‘পুষ্পা ২’-র আয়ের গ্রাফ লাফিয়ে বাড়ছে। মাত্র ৬দিনেই ১০০০ কোটি পেরিয়ে গেল। ১২ ডিসেম্বর পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এদিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবি ইতিমধ্যে আয় করেছে ১০০২ কোটি টাকা। ছবির প্রযোজনা সংস্থা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন। তার ক্যাপশনে লেখা রয়েছে, পুষ্পা ২ ভারতের প্রথম সিনেমা যা ৬ দিনে ১০০০ কোটির গণ্ডি ছুঁলো।’পুষ্পা ২’- উন্মাদনা যে সর্বত্র, তা আর বলতে বাকি রাখে না। ছবির অ্যাকশন, গান ও অভিনেতাদের অভিনয় দারুণ মন জয় করেছেন দর্শকের। আল্লু এবং তাঁর গোটা টিম ছবিটির সাফল্যের জন্য অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন।
অন্য খবর দেখুন