নয়াদিল্লি: ইজরায়েলে (Israel) ৪০০-র বেশি মিসাইল হামলা ইরানের (Iran)। ঘটনায় ১০ জনের মৃত্যু। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইরানের। এই পরিস্থিতিতে ইরানকে হুঁশিয়ারি দিল আমেরিকা। ইরানের মিসাইল হানা আটকাতে মার্কিন সেনাকে নির্দেশ জো বাইডেনের। হোয়াইট হাউসে জরুরি বৈঠকে জো বাইডেন। ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আমেরিকার। পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। ইজরায়েলের বিরুদ্ধে এককাট্টা ইরান, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন?
ইজরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করল ইরান। ইজরায়েলের বুকে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপাণস্ত্র। ২০০ কাছাকাছি মিশাইল ছোড়া হয়েছে বলে দাবি ইরানের। ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, এই হামলা চালিয়ে ,সঠিক করেনি। ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে। অন্যদিকে, ইরানকে সতর্ক করেছে আমেরিকাও। পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন্ট ইজরায়েলের পাশে আছেন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইজরায়েলকে সম্পূর্ণ সমর্থন করা হবে। আমেরিকা সেনা সাহায্য করবে। পাশাপাশি ইরানের এই হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা ইজরায়েলের প্রধানমন্ত্রীর, ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
আরও খবর দেখুন