ওয়েব ডেস্ক:‘আমি লোকাল নই, আন্তর্জাতিক খেলোয়াড়। ছোট মাঠে খেলি না, বড় মাঠে খেলি’। বাংলাদেশে ‘হিন্দুরা নিপীড়িত’ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ডের (Tulsi Gabbard) মন্তব্যে ঠিক এই ভাষায় জবাব দিলেন ইউনুস (Yunus ministry) সরকার। ‘ভাবমূর্তিতে আঘাত হচ্ছে’ বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতে সফরে এসেছেন এই মার্কিন গোয়েন্দাপ্রধান। সোমবার দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। সেখানেই তুলসী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তুলসীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাল মহম্মদ ইউনুস (Muhammad Yunus) প্রশাসন।
সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে তুলসীর বলেছিলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলা নিপীড়ন। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর চলা অত্যাচার নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয় সেদেশে হত্যা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। গোটা বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করতে উদ্যত্ত আমেরিকা। বাংলাদেশের ইসলামিক সন্ত্রাস নিয়েও আমেরিকা উদ্বিগ্ন।’ বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর, বাংলাদেশের সুনামের ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বলছে ইউনূস প্রশাসন।
আরও পড়ুন: এখনই বাড়ি ফেরা হবে না সুনীতার! থাকতে হবে রিহ্যাবে
ওপার বাংলা নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধানের এমন মন্তব্য ক্ষিপ্ত ইউনূস সরকার। তুলসীর মন্তব্যের পরেই ইউনূস প্রশাসন বিবৃতি জারি করেছে। ইসলামিক ঐতিহ্য এবং চরমপন্থার বিরুদ্ধে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ করার জন্য মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইউনুস প্রশাসন। সঙ্গেই বলা হয়েছে, মন্তব্যটিকে ভিত্তিহীন এবং দেশের সুনামের জন্য ক্ষতিকর। অভিযোগগুলিকে ‘বাংলাদেশের ভাবমূর্তিতে আঘাত করা হয়েছে। গ্যাবার্ডের মন্তব্য কোনও প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি। গোটা বিষয়টাই একটা জাতিকে অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।‘ সেই বিবৃতিতে বাংলাদেশের তদারকি সরকারের দাবি, ‘এটা ঠিকই বিগত কয়েক বছর ধরে নানা ভাবে চরমপন্থীদের আক্রান্ত হয়েছে বাংলাদেশ।
দেখুন ভিডিও