নয়াদিল্লি: রাজনৈতিক মহল মনে করেছিল, শরিকদের চাপে নরেন্দ্র মোদি (Narendra Modi) মন্ত্রিসভায় বিগ ফোর (Big Four) অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রক, বিদেশ, প্রতিরক্ষার মতো দফতরেও শরিকদের আধিক্য দেখা যাবে। কিন্তু বাস্তবে তা হল না। ফের বিজেপির পুরনো মুখেই ভরসা নরেন্দ্র মোদির। সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আবার হচ্ছেন অমিত শাহ, বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রক থাকছে রাজনাথ সিং, অর্থমন্ত্রক নির্মলা সীতারামনের হাতেই। জানা গিয়েছে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি, বিদ্যুত নগোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী জিতনরাম মাঁঝি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা, পেট্রলিয়ম মন্ত্রী হরদীপ সিং পুরী, টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভারী শিল্পমন্ত্রী হচ্ছেন এইচডি কুমারস্বামী, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওযাত, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। উত্তরপূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিকে, এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অতিরিক্ত তিন কোটি আবাস তৈরিতে অর্থ সাহায্য করবে সরকার।
রবিবার নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এবার লোকসভায় বিজেপি ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পার করতে তাই চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমারদের উপর নির্ভর করতে হয়েছে মোদিকে। ওই দুই প্রধান শরিকের সম্মিলিত আসন সংখ্যা ২৮। এছাড়া সরকারকে সমর্থন করেছেন এলজেপির চিরাগ পাসোয়ান, হামের জিতনরাম মাঁঝি, মহারাষ্ট্রের শিবসেনার একনাথ শিন্ডে শিবির, এনসিপির অজিত পাওয়ার শিবির, কর্নাটকের জেডিএস প্রমুখ।
আরও পড়ুন: পূর্ণমন্ত্রী না পেয়ে ক্ষোভ এবার শিন্ডের শিবসেনার
আরও খবর দেখুন