নয়াদিল্লি: সংবিধান (Constitution Day) দিবসে শক্তিশালী ভারত গড়ার ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হিন্দিতে ট্যুইট করে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এই বিশেষ দিনটিকে মর্যাদা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের মতো একটি বিশাল দেশে গণতন্ত্রের শক্তি হল এই সংবিধান। যা জাতীয় ঐক্য ও অখণ্ডতার মন্ত্র দেয়।
গণপরিষদ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর, সংসদের সেন্ট্রাল হলে সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ নভেম্বর সেটি কার্যকর হয়। দেশের নাগরিককে শুভেচ্ছা জানিয়ে শাহ বলেন, সংবিধান তৈরি কারিগরদের অবদানকে সম্মান জানিয়ে আজ দেশ সংবিধানের ৭৫ তম বার্ষিকী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করছে। আমাদের সংবিধান প্রত্যেক ব্যক্তির ন্যায়বিচার এবং সমান অধিকার নিশ্চিত করে জাতীয় ঐক্য ও অখণ্ডতার মন্ত্র দেয়।”
আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু, অবসাদ থেকেই আত্মহত্যা?
এক্স হ্যান্ডেলে হিন্দিতে হ্যাসট্যাগ#সংবিধানের ৭৫ বছর’ লিখে ট্যুইট করে অমিত শাহ লেখেন, সংবিধান শুধু মঞ্চে প্রদর্শিত বই নয়, এটি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে অভ্যন্তরীণভাবে জনজীবনে সর্বোচ্চ অবদান রাখার চাবিকাঠি। আসুন আমরা এই সংবিধান দিবসে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বনির্ভর ভারত গড়ার অঙ্গীকার করি।‘
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সম্বোধন সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে ভাষণ দেবেন।
দেখুন অন্য খবর: