কলকাতা: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) যেমন তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনই রিয়েলিটি গেম শো কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati) দিয়েও দীর্ঘসময় ধরে ভক্তদের মনে রাজত্ব করছেন শহেনশা। বিগ বি তাঁর কেবিসি জার্নির ২৫ বছর পূর্তী উপলক্ষে করলেন একটি আবেগঘণ পোস্ট করেন। কী লিখলেন দেখে নেব…
সিনেমায় শুধু অভিনয় নয়, কেবিসি’র মঞ্চে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঞ্চালনা মন ছুঁয়েছেন ভক্তদের। ‘কেবিসি’ সিজন ১৬-এর শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অমিতাভ। হবে নাই বা কেন এক দু বছরের পথ চলা নয়, দীর্ঘ ২৫ বছর কেবিসির সঙ্গে যুক্ত বিগ বি। শহেনশাহ তাঁর কেবিসি জার্নির ২৫ বছর পূর্তী উপলক্ষে করলেন একটি পোস্ট। কেবিসির নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অমিতাভ বর্তমানে। তিনি পোস্টে লেখেন, আজ থেকে ২৫ বছর আগে কেবিসি-র পথচলা শুরু করেছিলেন। ২০০০ সালের ৩ জুলাই শুরু হয়েছিল ক্রড়োরপতি-র। ৩ জুলাই, ২০২৫, যখন আমি এই বছরের কেবিসির প্রস্তুতির কাজ করছি, তখন কেবিসি টিম আমাকে বলছে, ৩ জুলাই ২০০০, কেবিসির প্রথম সম্প্রচার হয়েছিল… ২৫ বছর, কেবিসির জীবন!’
আরও পড়ুন:পঞ্চায়েতের সচিবজি ৪ নং সিজনে কত টাকা পেলেন? জানলে চমকে উঠবেন
অন্য খবর দেখুন