
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের। সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জীবনের বিভিন্ন বিষয়ে নিয়েও দর্শকদের আগ্রহের অন্ত নেই। । ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (Kaun Banega Crorepati) মঞ্চ থেকে ভাগ করে নেন জীবনের নানান মুহূর্ত। এবার মা তেজি বচ্চনের মৃত্যুবার্ষিকীর নানান মুহূর্ত ভাগ করে নেন অভিনেতা।
আরও পড়ুন: টুরিস্টদের উপর কড়া পোশাকবিধি জারি করল বৃন্দাবন
বিগ বি তাঁর ব্লগে শেয়ার করলেন পারিবারিক নানান অদেখা ছবি। ক্যাপশনে লিখছেন, ‘আজ ২১ ডিসেম্বর। আমার চোখের সামনে এখনও সেই দিনের প্রতিটি মুহূর্ত।’ দেখে নিন ছবি…।
T 5230 – माँ pic.twitter.com/6uueZRR5Ri
— Amitabh Bachchan (@SrBachchan) December 20, 2024
প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ ডিসেম্বর প্রয়াত হন অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন। দীর্ঘ অসুস্থতার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা। চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। মায়ের কথা মনে পরে এত বছর বাদে বিগ বি-চোখের জলের সাক্ষী থাকল ভক্তমহল।
দেখুন আরও খবর: