
নয়াদিল্লি: কৌন বনেগা ক্রোড়পতির ১৬-র শেষ এপিসোডে আচমকাই কলকাতার স্মৃতিতে হাঁটলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। জীবনে বাবার কাছ থেকে পাওয়া একটি শিক্ষার কথা তুলে ধরলেন। হটসিটে তখন পরিতোষ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি পুরস্কারের টাকা দিয়ে অন্ততপক্ষে একটি এক কামরার ফ্ল্যাট কেনার জন্য ডাউনপেমেন্ট যাতে করতে পারেন সেকথা বলিউড শাহেনশার সামনে তুলে ধরেন। পরিতোষ একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর অমিতাভ বলেন, আমি কলকাতায় রেসকোর্সে যেতাম। যাতে অতিরিক্তউপার্জন করতে পারি।
জীবনের গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে অমিতাভ বলেন, আমি এটা বলছি, কারণ একটা সময় ছিল যখন আমি কলকাতায় কাজ করতাম। রেসকোর্স ছিল। আমি ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করতাম। এটা পর্যাপ্ত ছিল না। আমি রেসকোর্সে যেতাম যাতে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারি। আমি সব কিছুই বাবা-মায়ের সঙ্গে আলোচনা করতাম। আমি তাঁদেরকে বলেছিলাম আমার রেসকোর্স পরিদর্শনের কথা। প্রথমে তাঁরা কিছু বলেননি। কিন্তু, পরে বাবার কাছ থেকে একটি চিঠি পেলাম। তাতে বাবা লিখেছেন, কঠিন পরিশ্রমে না পাওয়া হলে সেই টাকা নিও না। তারপর থেকে আমি সেটা মেনে চলতাম।