সিঙ্গাপুর: লটারি কেটে কোটি টাকার পুরষ্কার জেতার খবর তো আপনারা প্রায়ই শুনে থাকেন। এর মধ্যে অনেকেই নিয়মমাফিক লটারি কেটে পুরষ্কার জেতেন, আবার অনেকের ক্ষেত্রে আচমকা কপাল খুলে যায়। তবে, স্ত্রীয়ের জন্য গয়না কিনে পকেট খালি হওয়ার জায়গায় উল্টে পকেটে কোটি টাকা এল এক ব্যক্তির। গয়নার দোকানের লটারিতে ভাগ্য খুলে গেল দক্ষিণ ভারতের বালাশুভ্রমনিয়ান চিথাম্বরমের। তবে ভারতে নয়, এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৬ মানেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
জানা গিয়েছে, গত রবিবার তিনি সিঙ্গাপুরের একটি গয়নার দোকান থেকে তাঁর স্ত্রীয়ের জন্য গয়না কেনেন। সেই দোকানে সেদিন ‘লাকি ড্র’ চলছিল। সেখানে শর্ত ছিল, যে খদ্দের নূন্যতম ১৫,৭৮৬ টাকার গয়না কিনলে তিনি একটি ‘লাকি ড্র’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এসব কিছু না জেনেই বালাশুভ্রমনিয়ান চিথাম্বরম তাঁর স্ত্রীয়ের জন্য ওই দোকান থেকে ৩.৭ লক্ষ টাকার গয়না কিনে ফেলেন। তারপর দোকানের তরফ থেকে তাঁকে জানানো হয় যে তিনি ‘লাকি ড্র’-এর মাধ্যমে মোট ১ মিলিয়ন ডলার জিতেছেন। ভারতীয় মুদ্রায় তিনি মোট ৮.৪৫ কোটি টাকার পুরষ্কার পেয়ে যান রাতারাতি।
View this post on Instagram
বালাশুভ্রমনিয়ান চিথাম্বরমের এই পুরষ্কার জয়ের পর ওই দোকানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “মোস্তফা জুয়েলারির মিলিয়ন ডলার ইভেন্টে এটি একটি অবিস্মরণীয় দিন ছিল। ২৪ নভেম্বর, আমরা সকলেই এই ঘটনার সাক্ষী ছিলাম, যখন ১ মিলিয়ন ডলারের গ্র্যান্ড উইনারকে আমরা পেয়েছি।” এদিকে পুরষ্কার পাওয়ার পর বালাশুভ্রমনিয়ান চিথাম্বরম বলেন যে, এই দিনটি তাঁর বাবার চতুর্থ প্রয়াণ বার্ষিকী ছিল। তাই এটিকে তিনি বাবার আশীর্বাদ বলেই ধরে নিতে চাইছেন। তিনি এও জানান যে, পুরষ্কারের একটা বড় অংশ তিনি দান করতে চান।
দেখুন আরও খবর: