কলকাতা: ‘ভয়ঙ্কর পরিস্থিতি’তে পড়েলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ নায়িকা। শত ব্যস্ততার মধ্যেও ছুটি নিয়ে তানজানিয়ায় (Ananya Panday Vacation Tanzania) ঘুরতে গিয়েছেন গিয়েছেন অনন্যা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনন্যা তাঁর সাফারির এবং বন্য জন্তুদের কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন। পোস্ট করে তিনি লিখেছেন, জঙ্গলের দিকে একটু হাঁটা লাগিয়েছিলাম।
আরও পড়ুন: ধনদেবীর আরাধনায় মিমি
আবার কোনও ভিডিও দেখা যাচ্ছে, বেশ গম্ভীর ভাবে সামনের দিকে তাকিয়ে রয়েছে সিংহ। কখনও তাঁর গাড়ির পিছনে সিংহীদের দৌড়ওতে দেখা গিয়েছে। আবার গাড়ির উপর ওঠার চেষ্টা করছে সিংহীর। আবার কোনও ভিডিও হেলেদুলে গাছের পাতা খেতে হাতির দলকে। আরেকটা ছবিতে দেখা গেল একটি হাতিকে বনের ভিতর বয়ে যাওয়া জলের স্রোতে শুঁড় ডুবিয়ে রয়েছে। শুঁড় দিয়ে সামান্য জল তুলে মুখ ধুয়ে নিল সে। হাতি-সিংহ ছাড়া অনন্যার ছবিতে ধরা পড়েছে অস্ট্রিচ, বাঁদর, জিরাফ। পাশাপাশি অনন্যা ক্যামেরাবন্দি করেছেন জঙ্গলের সূর্যাস্তের মুহূর্তও। গাড়ির ভিতর বসে হাতির সঙ্গে নিজস্বী তুলেছেন অভিনেত্রী।
View this post on Instagram
অন্য খবর দেখুন