কলকাতা: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। তাতে দেখা যাচ্ছে ফ্যাশন দুনিয়ায় আগুন ঝরাচ্ছেন অভিনেত্রী। বলিউডের নতুন প্রজন্মের তারকা অনন্যা পান্ডের নিজের গ্ল্যাম লুকের জন্য সব সময় চর্চায় থাকেন। কয়েকদিন আগেই দিওয়ালির জন্য তাঁর নয়া লুকের ছবিতে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি অনন্যা তাঁর জন্মদিনের সেলফি শেয়ার করেছেন। নিজের ২৬ তম জন্মদিন এবং দিওয়ালি উদযাপনে অন্য মেজাজে ছিলেন তিনি। অভিনেত্রী, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি এবং ভিডিওগুলির অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
আরও পড়ুন: ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’
সেই ছবিতে শৈশব স্মৃতিতে তাজা করেছেন অভিনেত্রী। পোস্টে দেখা গিয়েছে কালো ড্রেসে স্টানিং অনন্যা। সঙ্গে দেখা গিয়েছে মানান সই মেকাপ। অন্য ছবিটি ছিল একটি জন্মদিনের কেক যাতে লেখা ছিল, “শুভ জন্মদিন এ!”একটি বিশেষ ভিডিও ভক্তদের নজর কেড়েছে। ভিডিওটি তার ছোটোবেলায় তার বাবা-মার সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন। ছোটবেলায় সুইমিং করার ছবিও দিয়েছেন তিনি। এবার ইন্সটাতে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। লাইক ও কমেন্টের ঝড় ওঠে। কেউ কেউ লিখেছেন অনন্যাকে এই লুকে জাস্ট ‘হট’ লেগেছে। অনন্যা পাণ্ডে পোস্ট করা ছবিতে কমেন্টে ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। ছবিতে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু সুহানা খানও কেমন্ট করেছন।
View this post on Instagram
অন্য খবর দেখুন