কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তে নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আসছে অঙ্কুশের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ (Nari Choritro Bejai Jotil Shooting Began)। অবশেষে বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে সেই ছবির শ্যুটিং শুরু করলেন অঙ্কুশ।
View this post on Instagram
মির্জা’য় সুমিত-সাহিলের পরিচালনায় অঙ্কুশ হাজরাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে। এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতার। কমেডির মিশেলে ফের একবার সুমিত-সাহিলের সঙ্গে জোট বাঁধছেন তিনি। আসছে অঙ্কুশের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। ছবিতে ফের একবার অঙ্কুশ-ঐন্দ্রিলা (Oindrila Sen) জুটিকে দেখবেন দর্শক। বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে সেই ছবির শ্যুটিং শুরু করলেন অঙ্কুশ। ছেলে পা ছুঁয়ে প্রণাম করা মাত্রই তার গালে স্নেহের চুম্বন এঁকে দেন অভিনেতার বাবা-মা। সেই সুন্দর মুহূর্তটি উঠে এসেছে টলি অনলাইনের ইনস্টাগ্রামে। এই ছবির শুভমহরতে ছেলে তৃষাণজিৎকে নিয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Best of moments from the #NariChoritroBejayJotil Mahurat ✨✨
Catch it soon in theatres! ??
#NariChoritroBejayJotil…Posted by Tollynews & Updates on Sunday, March 16, 2025
আরও পড়ুন: সাদা খোলামেলা পোশাকে নোরা
অন্য খবর দেখুন