নিউইয়র্ক: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)। এবার তার বড় ভাই আনমোল বিষ্ণোইকে (Anmol Bishno) গ্রেফতার করল আমেরিকান ল এনফোর্সমেন্ট অথরিটি। এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে খুন ও সলমনের মুম্বই বাসভবনের সামনে গুলি ছোড়ার ঘটনায় সামনে আসে আনমোল বিষ্ণোইয়ের নাম। আপাতত আনমোলকে লোয়া জেলে রাখা হয়েছে।
ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ওয়েবসাইটের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, আনমোল বিষ্ণোই লোয়ার পোট্টওয়াট্টামি কাউন্টি জেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন: ২৯ বছরের বিবাহিত জীবনের ইতি, বিচ্ছেদের ঘোষণা এ আর রহমানের
পুলিশ জানিয়েছে, আনমোল কানাডায় বসবাসকারী। নিত্য তার আমেরিকায় যাতায়াত রয়েছে। ভাই লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার কথা হয়। জেল থেকেই তারা অপরাধের সিন্ডিকেট চালিয়ে থাকে। লরেন্স বিষ্ণোই আপাতত আহমেদাবাদের সবরবতী জেলে আছে।
গত মাসে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা বাবা সিদ্দিকের হত্যা সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলায় আনমোলকে ওয়ান্টেড। চলতি বছরের ১৪ এপ্রিল সলমন খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ ওঠে।
ন্যাশনাল ইনভেস্টিগটিং এজেন্সি সম্প্রতি আনমোল বিষ্ণোইয়ের ওপর ১০ লক্ষ টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছিল।
এনআইএ সূত্রে খবর, ২০২২ সালের আগস্টে এই বিষ্ণোই ভাইয়ের বিরুদ্ধেই একাধিক অভিযোগ সহ ৯ জনের বিরুদ্ধে এফআরআর নথিভুক্ত করেছিল। এদের মধ্যে রয়েছে তোলাবাজি, হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে যুবকদের নিয়োগ, অপরাধ মূলক কর্মকাণ্ড সহ বিশিষ্টদের হত্যার ছক।
দেখুন অন্য খবর: