দক্ষিণ ২৪ পরগণা: ফের শহরে আগুন আতঙ্ক! শীত যত এগিয়ে আসছে তত শহর থেকে শুরু করে জেলায় জেলায় ছড়িয়েছে আগুন আতঙ্ক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শুষ্ক আবহাওয়ার জেরেই ঘটছে এমন ঘটনা। এবার আগুন আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগণার লক্ষ্মীকান্তপুরে। সেখানকার বাজারে সকাল সকাল লাগলো ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই পুড়ে ছাই কয়েকটি দোকান। আগুন নেভানোর কজে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগলো সেই চত্বরে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: মেট্রো স্টেশনে আত্মহত্যা রুখতে এবার নয়া পদক্ষেপ
আগুন লাগার ঘটনার জেরে এলাকায় ইতিমধ্যেই ছড়িয়েছে আতঙ্ক। দোকানে আগুন লেগে যাওয়ায় পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি দোকান। এলাকাজুড়ে শুরু হয়েছে হাহাকার। ঘটনাস্থলে পৌঁছয় ডায়মান্ড হারবারের দমকলের ইঞ্জিন। তবে অনেকগুলি দোকান পুড়ে যাওয়ার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও জানা যায়নি বলেই খবর।
লক্ষ্মীকান্তপুর স্টেশন সংলগ্ন এলাকায় আজ ভোর রাতে আগুন লাগার ঘটনা সামনে আসে। হঠাৎই বাজার এলাকায় লাগে বিধ্বংসী আগুন। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানতে পারেনি দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত মন্দির বাজার থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে তাদের পক্ষ থেকে। জানা যাচ্ছে, গোটা বাজারজুরে রয়েছে বেশ কিছু খাবার দোকান এবং ইলেকট্রিকের দোকান। শর্ট সার্কিট থেকে আগুন লাগলো কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর