কলকাতা: অবশেষে জেল মুক্ত। তিহাড় জেল (Tihar Jail) থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিহাড়ের তিন নম্বর গেট দিয়ে সোমবার সন্ধ্যায় বের হন তিনি। তাঁর মেয়ে সুকন্যা তাঁকে আনতে গিয়েছেন। সেখান থেকে বিমানবন্দরের দিকে যান অনুব্রত। আজই কলকাতায় ফিরছেন তিনি।
গত ২০ সেপ্টেম্বর জামিনের খবর পৌঁছতেই বোলপুরে অনুব্রতর প্রতিবেশীদের মনে আনন্দের ছাপ। খাঁ খাঁ বাড়িতে আবার বাড়বে ভিড়। আবার খেলা হবে। আবার স্বমহিমায় ফিরবেন আশা বোলপুরে কেষ্ট শুভাকাঙ্ক্ষীদের। পুজোর আগে বীরভূমের রাজনীতিতে কেষ্ট মণ্ডলের ফেরার খবর এ যেন বাড়তি পাওনা শাসকদলের। একসময় অনুব্রত বিরোধী তৃণমূল নেতা তথা বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখও খুশি। তবে কেষ্ট ফিরলে কোর কমিটির কী কোনও রদবদল হবে, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজধানী থেকে লালমাটিতে মেয়ে সুকন্যাকে নিয়ে ফিরছেন কেষ্ট। পুজোর আগেই অনুব্রত ফেরার খবরে উচ্ছসিত বীরভূম।
আরও পড়ুন: আইন আইনের পথে চলবে, সিজিও থেকে বেরিয়ে বললেন নির্মল
আরও খবর দেখুন