বোলপুর: কঙ্কালীতলায় (Kankalitala) পুজো দিয়ে কলকাতায় চললেন কেষ্ট। বাবাকে কাছছাড়া করছেন না কন্যা সুকন্যা। রবিবার দুপুরে বাড়ির কাছে শক্তিপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে যান অনুব্রত (Anubrata Mondal)। সেখানেও মেয়ে সঙ্গে ছিলেন। পুজো দিয়ে বেরিয়ে তৃণমূল নেতা জানান, কঙ্কালীতলা দর্শনের জন্য তিনি ছটফট করছিলেন।
তিহাড় জেল থেকে ফেরার পর বাবাকে কাছছাড়া করছেন না মেয়ে। রবিবার বিকেলে বাবাকে নিয়ে তিনি গাড়িতে ওঠেন। কেষ্ট জানান, কেন কলকাতা যাচ্ছেন সেকথা পরে বলবেন। এখন কোনও কথা বলবেন না। তবে জানা গিয়েছে, ডাক্তার দেখাতেই কলকাতায় যাচ্ছেন অনুব্রত। তবে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: দেওয়াল ভাঙা ও আরজি করে ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের
এদিন পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সতীপীঠকে সাজিয়েছেন। তিনি কঙ্কালীতলাকে ঢেলে সাজিয়েছেন। এমন কোনও পীঠস্থান নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্য করেননি। তিনি বক্রেশ্বরেও টাকা দিয়েছেন। পাথরচাপড়িতে টাকা দিয়েছেন। কঙ্কালীতলায় কিছু কাজ বাকি আছে। সেটা করে দেব।
আরও খবর দেখুন