কলকাতাঃ টলিপাড়ার জনপ্রিয় লক্ষ্মী পুজোগুলির (Laxmi Puja 2024) মধ্যে অন্যতম অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) বাড়ির পুজো। এদিন দিনভর প্রস্তুতি চলছে অভিনেত্রীর বাড়িতে। নানান ভোগ রান্নার পাশাপাশি নিজের হাতে নতুন পোশাক ও গয়না পরিয়ে মায়ের পুজোয় বসবেন অভিনেত্রী।
অভিনেত্রীর বাড়ির ভোগে প্রতি বছরই থাকে নয়া চমক। এবছর লক্ষ্মী পুজোয় কী কী আয়োজন করেছেন তিনি? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,’সকলেরজন্য লক্ষীর খিচুরি ভোগের আয়োজন থাকবে। সঙ্গে লাবড়া, চাটনি ও পায়েস।’ চিরাচরিত এই ভোগ ছাড়াও তৈরি হয় বিশেষ দু’ধরনের মিষ্টি। অভিনেত্রী খুব যত্ন করেই বানান, এলোঝলো ও ক্ষীরের নাড়ু।
আরও খবর দেখুন:হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেম নিবেদন অনুরাগীর
উল্লেখ্য, এবছর অপরাজিতার বাড়িতে পুজো হচ্ছে বাহুল্যহীন। অনশনকারী ডাক্তারদের জন্য অন্নের দেবীর আরাধনায় মন বসাতে পারছেন না তিনি। অভিনেত্রী জানান, এবছর পুজোয় বাড়িতে অতিথিরা আসবেন না। পরিবারের সকলকে নিয়েই পুজো সারবেন তিনি। বাড়ির ক’জন মানেও অনেক। ২১ জন পরিবারের সদস্য। আর এদিক সেদিক করে মোট ৫০ জন থাকতে চলেছে অপুদির বাড়ি।
View this post on Instagram
দেখুন আরও খবর: