কলকাতা: ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রায় দু’দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমবার নেতিবাচক মুখ্যচরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। তাঁর বিপরীতে রয়েছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ছবির নাম ‘বানসারা’। আকর্ষণীয় এক গল্প নিয়ে আসছে বনি আর অপরাজিতা আঢ্য। আতিউল ইসলাম পরিচালিত এই ছবিতে একজন মাফিয়া চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে।
বানসারা হচ্ছে পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। বনদেবীর নামানুসারেই এই গ্রামের নাম হয়েছে বানসারা। বানসারার বড়মা অর্থাৎ গৌরীকা দেবীর ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। বড়মা হলের গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। বানসারাবাসীর বিশ্বাস দেবীর ইচ্ছে, আদেশ, দেবি সমস্ত সিদ্ধান্ত সব কিছুই বড়মার মাধ্যমে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেয়। তিনি এই গ্রামের রক্ষক। আবার তিনি এই গ্রামে নিয়মকানুন তৈরি করেন। সবই হয় বড়মার ইচ্ছাতে। গ্রামে দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে। গ্রামে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত বেআইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য গ্রামে আসেন পুলিশ অফিসার অজিতেশ। বনিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। এই অফিসারের রেকর্ড আছে এনকাউন্টার করার এবং অল্প সময়ে বদলি হয়ে যাওয়ার। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন বনি।
আরও পড়ুন: ১০০ কোটির গণ্ডি পার সিংঘম এগেনের
এই গ্রামেরই এক শিক্ষিকা সুভদ্রা। সে গৌরীকা দেবী অর্থাৎ বড়মার ভীষণ প্রিয় পাত্রী। এই চরিত্রে দর্শক দেখতে পাবেন মুন সরকারকে। গৌরিকা দেবীর অনুগত এবং একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় রয়েছেন ভাস্কর দত্ত। গ্রামকে সমস্ত কালো ছায়া এবং অভিশাপ থেকে মুক্ত করতে আসে একজন কাপালিক। এই চরিত্রে দেখা যাবে বিশ্বরূপ বিশ্বাসকে। গ্রামে একটি তথ্যচিত্র করতে আসেন একজন ফিল্মমেকার। এই ভূমিকায় অভিনয় করছেন, লিজা ভৌমিক। মাইথোলজি ও ক্রাইম থ্রিলারধর্মী এই ছবিতে পরবর্তীতে কী হয় তা জানতে দেখতে হবে এই ছবি। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুাটিং।
অন্য খবর দেখুন