নয়াদিল্লি: অ্যাপলের (Apple) মেড ইন ইন্ডিয়া উদ্যোগ ৬ লাখ কর্মসংস্থান (Job) সৃষ্টি করতে চলেছে। যার মধ্যে ৭০ শতাংশ মহিলাদের জন্য। চলতি আর্থিক বছরের শেষের মধ্যে অ্যাপল ২ লাখ চাকরি সৃষ্টি করার লক্ষ্য নিয়েছে। তার মধ্যে ৭০ শতাংশ মহিলাদের জন্য। আইফোন নির্মাতার এই উদ্যোগে সাড়া পড়েছে। প্রত্যেক প্রত্যক্ষ চাকরির সঙ্গে তিন জন পরোক্ষ কর্মসংস্থান হবে।
ইতিমধ্যে অ্যাপল তামিলনাড়ু ফ্যাক্টরিতে কয়েক হাজার হাজার ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। সেখানে আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স তৈরি হচ্ছে। এই টেক জায়ান্ট চীন থেকে দূরে সরে যাওয়ায় ভারতে এই কাজ করছে। এটাও জানা গিয়েছে, যে অ্যাপল তার অংশীদার ফক্সকন টেকনোলজি গ্রুপের মাধ্যমে প্রথমবারের মতো ভারতে আসন্ন আইফোন ১৬ সিরিজের শীর্ষ-অফ-দ্য-লাইন প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলিকে একত্রিত করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন: আন্দোলনকারী কৃষকদের ধর্ষক, খুনি বললেন কঙ্গনা, প্রতিবাদ রাহুলের
আরও খবর দেখুন