মুম্বই: দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahaman)। স্ত্রী সায়রা বানুর (Saira Banu) সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। ১৯ নভেম্বর এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ করেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। পরে এই খবর নিশ্চিত করেন এ আর রহমান।
আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, মানসিক চাপের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রহমান দম্পতি। বন্দনা শাহ জানিয়েছেন, এ আর রহমান এবং সায়রা বানু, দুজনের পক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের সম্পর্কের টানাপোড়েন ছিল। এই যুগলের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছিল। বহুবার চেষ্টা করা সত্ত্বেও দু’জনের কেউই এই দূরত্ব ঘোঁচাতে পারেননি, তাই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:রণবীর-আল্লুর জুটি এবার বড়পর্দায়? দক্ষিণী তারকার মন্তব্যে চমকে নেটপাড়া!
বিচ্ছেদের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন এআর রহমান। সেখানে এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী উল্লেখ করেছেন, তাঁদের দাম্পত্য জীবন ৩০ বছর অতিক্রম করুক এই ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। বিচ্ছেদের পদক্ষেপ দুজনের কাছেই খুব যন্ত্রণাদায়ক।
এ আর রাহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই এই দম্পতি দুই কন্যা ও এক পুত্র সন্তানের মা–বাবা। তাঁদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।
মা-বাবার বিচ্ছেদের খবরে ছেলে আমিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ।’ দাদার সঙ্গে একইভাবে রহমান কন্যা খাদিজা ও রহিমা বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।
দেখুন অন্য খবর: