দীপাঞ্জন রায়, আরামবাগ: আবাসে (Abas Yojona) কাটমানি খাওয়া, এর পর হুমকি দেওয়া, এমনকি মারধরেও অভিযোগে আরামবাগের (Arambag) আরান্ডীর দাপুটে তৃণমূল নেতা (TMC) শেখ আরাফাত ও তার সহযোগীর বিরুদ্ধে। এই ঘটনায় নেতাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার আরামবাগ আদালতে (Arambag Court) চার দিনের পুলিশি হেফাজত হয়েছে। আর সেই খবরে খুশি হয়ে এলাকার আতঙ্কিত ঘরছাড়া তৃণমূলের কর্মীরা ঘরে ফিরেছেন। তৃণমূল অঞ্চল সভাপতি এলাকায় মিষ্টিমুখ করাচ্ছেন। ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো আবাস যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। আর আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজি করছে তৃণমূল নেতা।
আরও পড়ুন: গান স্যালুটে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
খবর সম্প্রচারের পরেই প্রতিবাদীদের মারধর করে এলাকার দাপুটে তৃণমূল নেতা সেখ আরাফাত ও তার অনুগামীরা। এর পর আক্রান্ত পঞ্চায়েত সদস্যা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই আরাফৎ ও তার অপর এক অনুগামীকে গ্রেফতার করে পুলিশ।তাকে আদালতে তোলা হলে তার চার দিনের পুলিশি হেফাজত হয়।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় উপভোক্তাদের বাড়িতে খুশির হাওয়া। সেই সঙ্গে খুশি শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মী-সমর্থক সকলেই।
আর সেই আনন্দ ভাগ করে নিতে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাওয়ালেন আরামবাগের আরান্ডী-১ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সী ইকবাল ও দলের অন্যান্য নেতাকর্মীরা।
মুন্সী ইকবাল জানান, তাঁর স্ত্রী তেকদিরা খাতুন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান। উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার খবরে খুশি হয়ে তিনি তাঁর বেতনের এক হাজার টাকা দিয়ে উপভোক্তাদের জন্য মিষ্টি কিনে দিয়েছেন। সেই মিষ্টিই ইকবাল সাহেব বাড়ি বাড়ি গিয়ে খাওয়ালেন। তাঁর সঙ্গে যোগ দেন দলের অন্যান্য কর্মী-সমর্থকরাও। এমনকি উপভোক্তারাও খুশিতে ইকবাল সাহেব ও অন্যান্য তৃণমূল নেতা-কর্মীদেরও মিষ্টি খাইয়ে দিলেন।
দেখুন অন্য খবর-