skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollমহিলাকে শ্লীলতাহানি গ্রামীণ চিকিৎসকের
Hoogly Incident

মহিলাকে শ্লীলতাহানি গ্রামীণ চিকিৎসকের

উত্তেজনা আরামবাগের ধামসা এলাকায়

Follow Us :

হুগলি: চিকিৎসার নামে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। গ্রামীণ চিকিৎসককে (Rural Doctor) জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। উত্তেজনা আরামবাগের (Arambagh) ধামসা এলাকায়।

জানা গিয়েছে, ধামসা এলাকারই বাসিন্দা ওই মহিলা গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। এইসময় এসএসকেএম হাসপাতালের চিকিৎসক কিছু ওষুধ খেতে পরামর্শ দিলে তা কীভাবে খেতে হবে তা জানতে নির্যাতিতা মহিলা ধামসা এলাকার ওই গ্রামীণ চিকিৎসকের দ্বারস্থ হন। অভিযোগ,ফোনে কথা বলতে চাইলেও ওই গ্রামীন চিকিৎসক মহিলাকে এদিন তার ডাক্তারখানায় ডেকে পাঠান। মহিলা তার শিশুকন্যকে নিয়ে ডাক্তারখানায় গেলে মহিলার শিশুকন্যাকে বাইরে বার করে দিয়ে ডাক্তারখানার দরজা আটকে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই গ্রামীণ চিকিৎসক বলে অভিযোগ। প্রায় ২০ মিনিট ধরে এই ঘটনা চলার পর কোনওমতে ওই মহিলা ডাক্তারখানার দরজা খুলে বাইরে এসে বিষয়টি স্থানীয়দের জানান। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই গ্রামীণ চিকিৎসকের উপর চড়াও হয় স্থানীয় মানুষজন। জুতোর মালা পরিয়ে দেওয়া হয় ওই গ্রামীন চিকিৎসককে। এদিকে ঘটনার খবর পেলে আরামবাগ পুলিশ ঘটনাস্থলে পৌছালে উত্তেজিত জনতা অভিযুক্ত ওই গ্রামীণ চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেন। নারী নিরাপত্তা নিয়ে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে তখন প্রকাশ্য দিবালোকে এইধরনের ঘটনার নিন্দায় সরব হয়েছেন সকলেই। অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি তুলেছে এলাকাবাসীরা। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: কোচবিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular