হুগলি: চিকিৎসার গাফিলতির অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসার গাফিলতির জেরে এক রোগীর মৃত্যু। আর তাতেই ব্যাপক বিক্ষোভ আরামবাগ (Arambagh) মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিক্ষোভ (Agitation) দেখান রোগীর আত্মীয় স্বজনরা।
পেটের যন্ত্রণা ও পায়খানা, বমি নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন আরামবাগের সালেপুর এলাকার গৃহবধূ পুতুল দাস(৩৪)। রবিবার বেলা ১১ টা নাগাদ ভর্তি হন। এর পর এই গৃহবধূ দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কোনও চিকিৎসা হয়নি বলে অভিযোগ। কেবল একটি সেলাইন দিয়ে চলে যায় নার্সরা। এর পর রোগীর অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু কেউ আসেননি। এমনই অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদেরদের। এর পরেই রবিবার রাতে মারা যান তিনি। এর পরেই সোমবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভ চলে হাসপাতালের সামনে। এই বিষয়ে রোগীর আত্মীয় স্বজনরা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি লিখিত ভাবে আবেদন ও অভিযোগ জমা দেন।
আরও পড়ুন: কৃষক আন্দোলন: শম্ভু সীমান্ত খুলে দিতে উদ্যোগ
আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় বলেন, অভিযোগ পেয়েছি। আমি এই বিষয়ে তদন্ত করছি। অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেব। আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, ঘটনাটা দুঃখ জনক। গোটা বিষয়টি তদন্ত করা হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের বিষয়ে তদন্ত করার অনুরোধ করব প্রিন্সিপালকে। হাসপাতালে সেবা করতে এসেছি, চাকরি নয়, এই মানসিকতায় সবাইকে সেই দায়িত্ব পালন করেই হাসপাতালে আসতে হবে। এটাই কাম্য।
আরও খবর দেখুন