বুয়েনস আইরেস: কানাডাকে (Canada) ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা শুরু আর্জেন্টিনার (Arjentina)। টিভিতে কোপা আমেরিকার (Copa America) খেলা দেখা না যাওয়াই অনেকেই হতাশ হয়েছেন। শুধু স্কোরের দিকে নজর রেখেছিলেন অনেকে। তাতে দেখা যায় আলভারেস ও মার্তিনেসের গোলে জয়ী বিশ্বজয়ীরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ইউলিয়ান আলভারেস। ম্যাচের শেষের দিকে মেসির পাস থেকে গোল করেন লাউতারো মার্তিনেস।
এদিন ৪৯ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। ডান পায়ের মাটি ঘেঁষা শটে বল জালে জড়িয়ে যায়। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ছিল মেসির। তারপরেই ছিল আলভারেসের। এবার তার গোল দিয়েই কোপা আমেরিকা জয় শুরু করল আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটি হয় ৮৮মিনিটে। বক্সের বাইরে থেকে মেসির বাড়িয়ে দেওয়া থ্রু খুঁজে নেয় মার্তিনেসকে। বল জালে জড়িয়ে যায়। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
আরও পড়ুন: অনবদ্য বুমরা! আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের
আরও খবর দেখুন