কলকাতা: আরজি করের প্রতিবাদে (RG Kar Protest) স্লোগানে স্লোগানে মুখরিত শহর। প্রতিবাদে গানও লিথৃখেছিলেন লেখা ও সুর দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সেই গান গেয়ে রাস্তাঘাটে প্রতিবাদে নেমেছেন বহু জনতা। এই সবের মাঝেই দেশ ছেড়ে সুদুর লন্ডনে শ্রোতাদের মন জয় করলেন অরিডিৎ। এড শিরানের (ED Sheeran) সঙ্গে একই তালে মঞ্চ মাতালেন অরিজিৎ সিং। কনসার্টে এড শিরানের সঙ্গে যুগলবন্দীতে ঝড় তুললেন তিনি। নিজেই এড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: শিবু-কৌশানির রসায়নে জমজমাট বহুরূপীর নতুন গানে
চলতি বছরেই এড শিরান ভারত সফরে এসেছিলেন। তাঁকে দিলজিৎ দোসাইয়ের সঙ্গে ডুয়েট পারফর্ম করতে দেখা যায়। এবার অরিজিৎ সিং-এর সঙ্গে তিনি জুটি বাঁধলেন শিরান। লন্ডনের কনসার্টে এড শিরানের সঙ্গে যুগলবন্দীতে মঞ্চ কাঁপালেন অরিজিৎ সিং। এই জুটিকে একই সঙ্গে একই মঞ্চে পাওয়া মানে শ্রোতাদের কাছে স্বর্গ সুখ। সোমবার অরিজিৎ নিজেই এড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জমজমাট সন্ধ্যার ঝলক দেখে সকলেই উঠছেন চমকে। অরিজিৎ লেখেন, ‘#লন্ডন, গতকাল রাতে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালোবাসা ও কৃতজ্ঞতা।
View this post on Instagram
অন্য খবর দেখুন