কলকাতা: আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বিটাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আর এক সঙ্গে নেই মালাইকা-অর্জুন (Arjun Malaika Breakup)। তাঁদের দুজনকে আর একসঙ্গে দেখাও যাচ্ছে না। সত্যিই কি মালাইকার (Malaika Arora) সঙ্গে অর্জুনের বিচ্ছেদ হয়ে গিয়েছে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। এবার মালাইকার সঙ্গে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন অর্জুন। অভিনেতা দাবি করলেন তিনি, ‘সিঙ্গল।’
আরও পড়ুন:বিদ্যার সঙ্গে অ্যাকশন মুডে কার্তিক
অর্জুন ও মালাইকার বয়সের পার্থক্য ১২ বছরের। বয়সে থেকে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় নানা কুকথা শুনতে হয় মালাইকাকে। বার বার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্কে দাঁড়ি পড়ে গিয়েছে। বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনেই নীরবতা রক্ষা করেছেন। এবার মুখ খুললেন অর্জুন। সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সঙ্গে ছিল ‘সিংহম আগেইন’ (Singham Again Promotion)-এর টিম। সেই অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেই ভিড় থেকে বার বার মালাইকার নাম উঠে আসছে। ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ” না না! আমি এখন সিঙ্গল। সুতরাং নিশ্চিন্তে থাকুন।” অর্জুনের এই মন্তব্যই যেন তাঁর ও মালাইকার প্রায় ছবছরের সম্পর্কে বিচ্ছেদ যে হয়েছে তা নিশ্চিত করলেন।
Arjun Kapoor spoke about his relationship status at Diwali celebrations with Singham Again team at Shivaji Park pic.twitter.com/QvzEw7ijkf
— HT Entertainment (@htshowbiz) October 29, 2024
অন্য খবর দেখুন