কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিংহম এগেন’। যেখানে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন কাপুরকে (Arjun Kapoor)। ছবিতে সাফল্যের মুখ দেখলেও ব্যাক্তিগত জীবনে ওঠা পড়ার মধ্য দিয়ে যাচ্ছেন। মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বেশি চর্চায় রয়েছেন অভিনেতা। মালাইকাকে ছেড়ে একাকিত্বে ভুগছেন অর্জুন কাপুর। অর্জুন ও মালাইকা তাঁদের ব্রেকআপ নিয়ে কখনওই খোলাখুলি কথা বলেননি। দু’জনের কথায় স্পষ্ট যে, তাঁরা সম্পর্কে দাঁড়ি টেনেছেন।
আরও পড়ুন: রাজশাহি খানাপিনা, রেঁধে খাওয়ালেন ফারা
সত্যিই কি ডিপ্রেশনে ভুগছেন অর্জুন? সম্প্রতি, একটি অনুষ্ঠানে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। সেই সময় তাঁর মা মারা যান এবং তাঁর বোনও পড়াশোনার জন্য বাড়ি থেকে অনেকটাই দূরে ছিলেন। একাকিত্বের সঙ্গে লড়াই করছিলেন। নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি। তবে সম্প্রতি যেটা ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”
অন্য খবর দেখুন