কলকাতা: খুন করা হতে পারেন অর্জুন সিংকে। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। ‘আমাকে ও শুভেন্দুকে মারার চক্রান্ত চলছে’। সিআইডি দফতরে যাওয়ার আগে চক্রান্তের অভিযোগ তুলেলন অর্জুন সিং (Arjun Singh)। আগেরবার বলেছিলেন রাজ্য সরকার রাশিয়া থেকে কেমিক্যাল এনেছে তাঁকে মারার জন্য। বৃহস্পতিবার ব্যারাকপুরের বাড়ি থেকে সিআইডি দফতরে যাওয়ার আগে তিনি বলেন, তাঁকে ও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খুন করতে পারলে শান্তি হবে মুখ্যমন্ত্রীর। আমরা মৃত্যু বরণ করব কিন্তু ২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ক্ষমতায় আসতে দেব না।
আরও পড়ুন: ‘বীরাঙ্গনা’ সম্মান পেল আলিপুরদুয়ারের তিন কন্যা
ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগে অর্জুন সিংকে (Arjun Singh) আগেই নোটিশ দিয়েছিল সিআইডি। তদলবে সাড়া দিয়ে গত ১৪ নভেম্বর ভবানী ভবনে (ভবানী ভবনে) হাজিরা দিয়েছিলেন ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ফের তাকে তলব করেছিল সিআইডি। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য ফের ভবানী ভবনে সিআইডি দফতরে যান ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা। তিনি বলেন, “এর আগেও হাইকোর্টের নির্দেশে আমি সিআইডির মুখোমুখি হয়েছিলাম। যতবার ডাকবে আমি যাব। আগেরবার চার ঘণ্টা আমার সময় নষ্ট করেছিল। আজও ফের সময় নষ্ট করবে। রাজনৈতিক প্রতিহিংসায় চরিচার্থ করতেই আমাকে বারবার ডেকে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে মারার চক্রান্ত করা হয়েছে। শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে না সরালে তাঁদের রাজনৈতিক কাজে সুবিধা হবে না।
দেখুন ভিডিও